নিজস্ব প্রতিবেদক ॥
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে আখাউড়া দক্ষিণ ইউপির, নুরপুর পশ্চিমপাড়া হতে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এসময় মোঃ হানিফ মিয়া(৪৫) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
