নিজস্ব প্রতিবেদক ॥
গত শুক্রবার বিকেলে কসবায় একটি বিদ্যালেয়র হলরুমে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর “কবি সাহিত্যিক মিলনমেলা “। এই আয়োজনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু গুণী কবি, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করেন। মিলনমেলাটি ছিল সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত নানা আয়োজন চলে। কবিতা আবৃত্তি, সাহিত্য পাঠ, স্বরচিত কবিতা উপস্থাপন, মুক্ত আলোচনার পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা। তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সভাপতি কবি ও কথাশিল্পী ডক্টর শাহ মোহাম্মদ সানাউল হক বলেন, “এই মিলনমেলার উদ্দেশ্য তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করা এবং বরেণ্য সাহিত্যিকদের কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া।” অনুষ্ঠানে বক্তারা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সময়ে সাহিত্যচর্চার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এই আয়োজন কসবায় সাহিত্য-সংস্কৃতির বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
