আখাউড়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরস্থ প্রখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্পীর সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লাহ শহীদ (র.) সপ্তাহ ব্যাপী বার্ষিক ওরশ মোবারক আজ (রোববার) শুরু হয়েছে। আগামী ১৬ আগষ্ট দিনগত ভোররাত পর্যন্ত ওরশ উদযাপিত হবে। ওরশ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় জিকির, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দরবারে ভক্ত আশেক ধর্মপ্রাণ মুসলমান ইবাদত বন্দেগী করে সময় কাটায়। প্রতিদিন দুপুরে মাজার কমিটির পক্ষ থেকে আগত ভক্ত- আশেকানদের মাঝে তবারুক বিতরণ করা হয়। ১৪ আগষ্ট দিবাগত রাত ১২ টায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মাজার কমিটি সূত্রে জানা গেছে, কল্লাহ শহীদ (র.) ওরশ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে মাজার এলাকায়। ওরশ শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষ্যে কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাজার এলাকার নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনি নিয়োজিত থাকবে। পাশাপাশি খাদেম স্বেচ্ছা সেবক সদস্যরা দায়িত্ব পালন করবে। মাজার এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। চিকিৎসা সেবায় একটি সরকারি মেডিকেল টিম থাকবে। মাজার এলাকা সার্বক্ষনিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ওরশের সার্বিক ব্যবস্থাপনায় মাজার কমিটির সদস্যরাও দায়িত্ব পালন করবেন। মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ওরশ উদযাপনে সকলের সহযোগিতা চান । তিনি সকলকে ওরশের আমন্ত্রণ জানান। তিনি আরও জানান, পদাধিকার বলে জেলা প্রশাসক মাজার কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার সহ- সভাপতি। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে ওরশ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে ওরশ উদযাপিত হয়নি।
