অনলাইন ডেস্ক ॥
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।
শনিবার রাজধানীর বি এম এ মিলনায়তনে ‘শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন’-এর জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ নীতিমালা বাস্তবায়িত হলে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং ইমাম-খতিবরা সমাজের নানা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন।
তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মূল অবকাঠামো অপরিবর্তিত রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামত করা হবে।
অনুষ্ঠানে সংগঠনের নেতারা ইমাম-খতিবদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।
