নিজস্ব প্রতিবেদক ॥
ব্যক্তি উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার-গুচ্ছ গ্রামে ১ কিলোমিটার সড়ক নির্মাণ, কাটানিশার- ধল্লা প্রায় ২ কিলোমিটার সড়ক নির্মাণ, লাহর নদীর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ, লাহর নদীর উপর অস্থায়ী ব্রিজ নির্মাণ, তেরোকান্দায় একটি ব্রিজের সংযোগ সড়ক পাকাকরণ, তেরোকান্দায় একটি রাস্তা মেরামতকরণ, বাড়িউড়া টু কালিকচ্ছ সড়কের মেরামত কাজ যা এখনো চলমান। এছাড়াও আরো অনেক জনহিতকর কর্মসম্পাদনের মধ্য দিয়ে এই সময়ের ভাইরাল একটি নাম নিভৃতচারী সমাজসেবক আব্দুল মালেক।
ব্যক্তি উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে নোয়াগাঁও ইউনিয়নের চেহারা পাল্টে দেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিভৃতচারী সমাজসেবক আব্দুল মালেকের এই বিশাল কর্মযজ্ঞ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এলাকার হাজার হাজার নারী-পুরুষের কাছে তাদের প্রিয়জন হয়ে উঠেছেন একজন পরিচ্ছন্ন মনের পরোপকারী আব্দুল মালেক। এইসব কর্মযজ্ঞ সরজমিনে দেখার জন্য ইতিমধ্যেই সরাইলের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাসহ একাধিক জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ ভিড় করছেন নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে।
স্থানীয়রা বলছেন, আব্দুল মালেক তাদের জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো বিশেষ একটি নিয়ামতের নাম। একজন সত্যিকারের কর্মবীর এই মহৎপ্রাণ আব্দুল মালেক। এটা এখন প্রমাণিত সত্য। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনস্বার্থে ব্যক্তি উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়ন করছেন সমাজসেবক আব্দুল মালেক।
কাটানিশার গুচ্ছ গ্রাম ১ কিলোমিটার সড়কটি আগে একটি গোপাট আকারে ছিল। মানুষের আসা-যাওয়া থেকে ধরে কৃষি কাজ করে ঘরে ফসল তোলা বেশ কষ্টের ছিল। সড়কটি নির্মিত হওয়ায় আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। এদিকে লাহর নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ নদী পারাপারে বেশ ভোগান্তির মধ্যে ছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী সমাজসেবক আব্দুল মালেককে জানালে তিনি নিজস্ব অর্থায়নে নদীর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ করে দেন। শুধু তাই নয়, সংযোগ সড়ক নির্মাণ শেষ হলে নদীর উপর অস্থায়ী একটি ব্রিজ নির্মাণ করেন।
এর ফলে গত ঈদুল আজহার নামাজ পড়তে নোয়াগাঁও ইসলামাবাদ ঈদগাহ মাঠে পেরেছেন হাজার হাজার মানুষ। নদীর উপর ব্রিজ নির্মাণ শেষে তিনি কাটানিশার ধল্লা সড়ক নির্মাণ উদ্যোগ নেন। এই সড়কটি নির্মাণ কাজ শেষ হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। এদিকে তেরোকান্দায় একটি ব্রিজের সংযোগ সড়কে গর্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। দীর্ঘদিন ধরে তারা অনেক কষ্ট ভোগ করেছেন। এ প্রেক্ষিতে আব্দুল মালেক তার নিজস্ব অর্থায়নে ব্রিজটির সংযোগ সড়ক বেঁধে দেন এবং পাকাকরণ করে তাকে স্থায়ী রূপ দেন। এদিকে তেরোকান্দায় আরেকটি সড়ক মেরামত করেছেন সমাজসেবক আব্দুল মালেক।
অপরদিকে সরাইলের অতি গুরুত্বপূর্ণ সড়ক বাড়িউড়া টু কালিকচ্ছ সড়কের মেরামত কাজ করে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক।
আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, আমি মানুষকে ভালোবাসি, আমার জন্মভূমিকে ভালোবেসে এলাকার উন্নয়নে কাজ করছি। এই কাজ করতে আমার প্রচুর টাকা, শ্রম ও সময় ব্যয় হচ্ছে। আর তার জন্য আমি কোনো বিনিময় চাই না। আমি চাই মানুষের দোয়া আর ভালোবাসা। কারণ আমি জানি, টাকা থাকলেই মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। টাকা উপার্জন করা সহজ, কিন্তু তা ব্যয় করা অনেক কঠিন। তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু মানুষের জন্য সেবা করে যেতে পারি।
প্রসঙ্গত, আব্দুল মালেক কাটানিশার গ্রামের কৃতি সন্তান। ব্যবসার সুবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়াস্থ তার নিজস্ব বাসভবনে স্বপরিবারে বসবাস করছেন। তিনি গত প্রায় তিন চার বছর ধরে এলাকার উন্নয়নে মনোযোগ দিয়েছেন। তার উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে অবস্থিত দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, গ্রান্ডে এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট, গ্রান্ড এ মালেক আবাসিক হোটেল, এ মালেক কনভেনশন হল এন্ড কমিউনিটি সেন্টার অন্যতম। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক, জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান। এছাড়াও তিনি ব্যবসায়ী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন সম্মানিত পরিচালক। তিনি দেশী-বিদেশী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে মানবসেবা করে যাচ্ছেন। ব্যবসার কাজে ইতোমধ্যই তিনি-চীন, মালয়শিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। একজন সফল উদ্যোক্তা-পরোপকারী- সর্বোপরি একজন সাদা মনের মানুষ হিসেবে তিনি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরণের সম্মাননা স্মারক পেয়েছেন। আমরা এ এমটিভি পরিবার এই চিরসবুজ পরিচ্ছন্ন মনের মানুষটির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
