বিনোদন ডেস্ক ॥
সিনেমা হল মাতিয়ে ওটিটি মধ্যমে এসেছে উৎসব সিনেমাটি। ব্যস্ততার কারণে হলে যেতে না পারা দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিলেন। ওটিটিতে প্রত্যাশা পূরণ করছগিল সিনেমাটি ঠিক সেসময় দুঃসংবাদ। পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি।
ওটিটি মাধ্যম চরকি জানায়, যেখানে পাইরেডেট কপি পাওয়া যাচ্ছে সেখান থেকে কনটেন্ট ডাউন করা হচ্ছে। উৎসব-এর টিম দ্রুত আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে, যাতে পাইরেসির শিকড় টেনে ধরা যায়।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি।
ছবিটিতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির শিল্পীরা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।
