নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মডেল ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্ত: শ্রেনী বিতর্ক উৎসব-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে রবিবার বিকেলে। স্কুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) তাহমীনা বেগম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবদুল লতিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,কসবা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সম্পাদক নিয়াজ মুহম্মদ খান বিটু,বিতর্ক উৎসবের আহবায়ক গিয়াস উদ্দিন মৃধা প্রমুখ।
পরে অতিথিরা বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ২২ টি দলে বিভিন্ন শ্রেনীর ৬৬ জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
গত ৬ই আগষ্ট প্রতিযোগিতা শুরু হয়।
