অনলাইন ডেস্ক ॥
বিশ্বের মানচিত্রে একটি বিশাল দেশ-অস্ট্রেলিয়া। কিন্তু জানলে অবাক হবেন, এই বিশাল ভূখণ্ডের প্রায় ৯৫ শতাংশ এলাকাতেই মানুষের বসবাস নেই। এত বড় দেশের এতখানি এলাকা জনশূন্য থাকার পেছনে আছে একাধিক কারণে। ভৌগোলিক বৈশিষ্ট্য, চরম জলবায়ু, পানির সংকট, এবং ঐতিহাসিক বাস্তবতা। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শুষ্ক জনবসতিপূর্ণ মহাদেশ। দেশের প্রায় ৭০% এলাকা মরুভূমি বা আধা-মরুভূমি, যাকে বলা হয় “আউটব্যাক”। এই এলাকাগুলোতে বার্ষিক বৃষ্টিপাত মাত্র ২৫০ মিলিমিটারেরও কম। আর গ্রীষ্মে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।এই চরম জলবায়ু মানবজীবনের জন্য খুবই প্রতিকূল। ফলে এ অঞ্চলে বসতি স্থাপন প্রায় অসম্ভব। রয়েছে পানীয় জলের তীব্র সংকট। পানি না থাকা মানে কৃষিকাজের জন্য বড় বাধা। জনবসতির স্থায়ী ভিত্তি গড়ার পথে অন্যতম প্রধান সমস্যা। ফলে এই সব অঞ্চলে মানুষ বসবাস করতে আগ্রহী নয়। তাছাড়া উর্বর জমির অভাব-খাদ্য উৎপাদনে বড় বাধা। মরুভূমি ও আধা-মরুভূমি এলাকার মাটি অনুর্বর, যা-চাষাবাদের অনুপযোগী। খাদ্য উৎপাদন কঠিন করে তোলে। এই পরিস্থিতিতে কৃষি অর্থনীতি গড়ে ওঠে না, আর কৃষি না থাকলে জনবসতির সম্ভাবনাও থাকে না। কিন্তু জনসংখ্যা কম থাকায় এসব অবকাঠামো গড়ে তোলা ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণ করাও কঠিন। ফলে অনেকেই এসব এলাকা থেকে দূরেই থাকতে চান। এরফলে, দেখা যায়, মাত্র ৫ শতাংশ এলাকা তা-ও আবার সাগর তীরবর্তী এলাকায় মানুষের বসতি রয়েছে। আর বাকী ৯৫ শতাংশ ভুমিতে রাজত্ব করছে প্রকৃতি। সেখানে বিভিন্ন ধরণের জীব- আর বনের বৃক্ষ দেখতে পাওয়া যায়।
