পথ
পেছনে তাকাই
নাই নাথিং
সামনে তাকাই
নাই নাথিং
যখন তোমার চোখে পেছনে তাকাই
ঝাপসা-বাট কিছু আছে, খুব পরিচিত
যখন তোমার চোখে সামনে তাকাই
সম্ভাবনার মহাসমুদ্র
অভাবনীয় অতুলনীয় অসাধারণ
অনন্য অসম্ভব অপরূপ এক পথ
আর কিছুই নাই-নাথিং
শুধুই পথ আর পথ এবং অতপর পথ আর পথ।
১২/৮/২০২৫
