নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে। ১২ আগস্ট সোমবার রাতে বাঞ্ছারামপুর থানার একটি চৌকস টিম মানিকপুর উত্তর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। জেলা পুরিশের ফেইসবুক পেইজ সূত্রে জানা গেছে, অভিযানে চোরাইকৃত মোবাইল ফোনসহ দুইজন আসামীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ কামাল (১৮) পিতা: আবু তাহের, সাং- মানিকপুর পশ্চিমপাড়া, থানা: বাঞ্ছারামপুর, মোঃ শফিক (৩৪) পিতা: মৃত আব্দুল কাদের, সাং: চরছয়ানী দক্ষিণ পাড়া, ইউপি: আইয়ুবপুর, থানা: বাঞ্ছারামপুর। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
