বিশেষ প্রতিনিধি ॥
বুধবার ১৩ আগস্ট ২০২৫, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,এসআইপি আ্যাবাকাস প্লাস বাংলাদেশের কান্ট্রি হেড ও ব্যবস্থাপনা পরিচালক এবং শিক্ষাবিষয়ে যুক্তরাষ্ট্রের অশোকা ফেলো ড. মো. মাতিন আহমেদ। কর্মশালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এ্যালামনাই শিক্ষার্থীরা, যারা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন অথবা খণ্ডকালীন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। তাদের বাস্তব অভিজ্ঞতা যাচাই ও মূল্যায়নের লক্ষ্যে আয়োজন করা হয় সাক্ষাৎকার পর্ব, যেখানে ড. মাতিন আহমেদ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং পেশাগত দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করেন। তিনি বলেন,“বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতা অর্জনও জরুরি। এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তাদের প্রস্তুতির মান যাচাই করতে পারছি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারছি।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই ধরনের কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে যা ভবিষ্যতে আমাদের চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রোহানা আফরোজ বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হোক। এই ধরনের কার্যক্রম তাদের সেই প্রস্তুতিতে সহায়ক হবে।” কর্মশালার শেষ পর্বে ড. মাতিন আহমেদ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বর্তমান চাকরির বাজারে চাহিদাসম্পন্ন দক্ষতা নিয়ে আলোচনা করেন। তিনি পরামর্শ দেন, গবেষণা, বিশ্লেষণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা বিবেচনা করা যেতে পারে।
