নবীগঞ্জ প্রতিনিধি :- নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমাম বাড়ী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। ২৫ কেজি গাঁজাসহ সিলেট জেলার মোংলাবাজার ও ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৪ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর অনুমান ৩ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমাম বাড়ী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সিলেট জেলার মোংলাবাজার এলাকার আফজাল শরীফের পুত্র সেলিম মিয়া (২৮), এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীরপাড় এলাকার আঃ বারেক এর পুত্র ইয়াছিন মিয়া (৩০), কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান, এর দিকনির্দেশনায় এএসআই সানোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ইমাম বাড়ী বাজারস্থ আঃ বাছিতের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘর তল্লাশী করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের অভিযান চলাকালে আঃ বাছিত পালিয়ে যায়। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনকে গ্রেফতার করা হলেও আঃ বাছিত এখনো পলাতক রয়েছে।
