ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ (ছয়) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পুলিশের ফেইসবুক পেজ সূত্রে জানা যায়- আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে আখাউড়া-সুলতানপুর সড়কের উপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ ইয়াসিন মিয়া (২২), পিতা- মঙ্গল মিয়া, সাং- মধ্যপাড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর। ২। আকলিমা আক্তার (৩৭)। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সুপার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর।
