অনলাইন ডেস্ক ॥
কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিতি জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র ও কানাডায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে। প্রথম তিনদিনি সিনেমাটি ১ লাখ ১১০০ ডলার আয় করেছে। এর আগে কলকাতার কোনো সিনেমা এত অল্প সময়ে এত ব্যবসা করতে পারেনি। সিনেমাটির বিপনন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ভালো গল্পের সিনেমা সবসময় দর্শকদের মন জয় করে। সেক্ষেত্রে ‘ডিয়ার মা’ সিনেমাটি দর্শকের মন জয় করেছে। এটা পরিবার নিয়ে দেখার মতো একটা মুভি। সিনেমাটি প্রথম সপ্তাহে অর্ধশত সিনেমা হলে মুক্তি পেলেও পরের সপ্তাহে এই সংখ্যাটা আরো বাড়বে বলে বায়োস্কপ ফিল্মস জানান। সিনেমাটিটর বিভিন্ন চরিত্রে জয়া আহসান ছাড়াও আরো অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, নন্দিকা দাস, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়সহ অনেকে।
