অনলাইন ডেস্ক ॥
ভারতের এক নারী দাবি করেছেন, ১১ বছর আগে মারা যাওয়া স্বামী নিয়মিত তার স্বপ্নে আসতেন। আর সেই ‘স্বপ্ন-সম্পর্ক’ থেকেই তিনি গর্ভধারণ করেছেন।
কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার পরীক্ষায় গর্ভধারণ ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইন বুধবার (১৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে জানায়, ওই নারী স্বামীর মৃত্যুর পর একাই বসবাস করছিলেন এবং অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াননি। তার দাবি, বহুদিন ধরে স্বামী স্বপ্নে এসে গল্প করা, খাওয়াসহ সময় কাটাতেন; এ সময়েই তিনি অন্তঃসত্ত্বা হন।
ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও বিতর্ক শুরু হয়েছে।
কেউ একে ‘অলৌকিক’ হিসেবে দেখছেন, আবার কেউ সম্পূর্ণ অবিশ্বাস্য বলছেন। অনেকেই সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষার দাবি তুলেছেন।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেবল স্বপ্ন বা আধ্যাত্মিক অভিজ্ঞতায় গর্ভধারণের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
