নিজস্ব প্রতিবেদক॥ দৈনিক নুরজাহান পত্রিকার সম্পাদক ও প্রকাশক এর বাসায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ২৫ জুন, ২০২৫ তারিখের। চুরি সংঘটিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকের পরিবার আরও একটি বড় সমস্যার মুখে পড়ে। থানায় মামলা করার পর, বাড়িওয়ালা রাজু , হত্যার হুমকি দেন এবং তার প্রতি অসৎ আচরণ শুরু ,রাজু ১০ থেকে ১২ জন সঙ্গী নিয়ে এসে বাসার দরজা খুলতে বলেন এবং অতিরিক্তরূপে চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ সময় তিনি অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে নানা রকম অনভিপ্রেত প্রশ্ন করেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীরা। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
