অনলাইন ডেস্ক
বরেণ্য লোকসংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার গান গাইলেও ফরিদা পারভীন সর্বাধিক পরিচিত ছিলেন ‘লালনকন্যা’ হিসেবে। তার কণ্ঠে লালন সাঁইয়ের গান পাঁচ দশক ধরে মানুষের হৃদয় ছুঁয়েছে এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করেছে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে কখনো দূরে যাননি ফরিদা পারভীন। সংগীতের প্রতি তার অগাধ অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশের সংগীত জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যোগাবে।
প্রধান উপদেষ্টা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া দশটায় ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন। মৃত্যুকালে তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
