নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কারাগারের ভেতরে আগত দর্শনার্থীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধের উপায় এবং সমাজে এর ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক থেকে দূরে থাকতে তিনি দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার কামরুল ইসলাম, ডেপুটি জেলার শাহনাজ বেগম এবং সহকারী প্রধান কারারক্ষী জহিরুল হক। জহিরুল হক কারাগারের নিরাপত্তা এবং বিশেষ করে মাদক পাচার রোধে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
আলোচনাসভা শেষে অংশগ্রহণকারী দর্শনার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
