অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্র জানায়, জীবননগরের সীমান্ত ইউনিয়নের বেনীপুর স্কুলপাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে বদর উদ্দিনসহ (৩০) ছয়জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনার উদ্দেশ্যে বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৯৪ ব্যাটালিয়নের নোনগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে এলেও বদর উদ্দিন বিএসএফের হাতে আটক হন।
ঘটনার পর প্রথমে বদর উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি জীবিত রয়েছেন এবং বিএসএফের হেফাজতে আছেন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রবিউল ইসলাম জানান, বদর উদ্দিন সীমান্ত পার হওয়ার পর বিএসএফের হাতে আটক হন। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম, পিএসসি জানান, বিষয়টি যাচাই করে দেখতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
