মোহাম্মদ ইদ্রিস
প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে বাংলাদেশের এক উজ্জ্বল নাম হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান তরুণ আয়ান ইসলাম আরিয়ান। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৭ম বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনী (7th World Invention Competition and Exhibition – WICE)-এ অংশগ্রহণ করে, তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস বিভাগে তার দল স্বর্ণপদক অর্জন করেছে। এই কৃতিত্ব শুধু আয়ান বা তার দলের নয় – এটি গোটা ব্রাহ্মণবাড়িয়া, এমনকি বাংলাদেশের জন্য এক গৌরবের অধ্যায়।
মাত্র নবম শ্রেণিতে পড়ুয়া আয়ান ইসলাম আরিয়ান, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এত অল্প বয়সে তার উদ্ভাবনী চিন্তাধারা, প্রযুক্তিগত দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার ইতোমধ্যেই তাকে আলাদা করে চিনিয়েছে। আয়ান শুধু একজন তরুণ উদ্ভাবক নয়, বরং একজন দায়িত্বশীল তরুণ সামাজিক উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছে।
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তার দল উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে, যা আন্তর্জাতিক বিচারকদের নজর কাড়ে। তাঁদের প্রকল্পে প্রযুক্তির যথাযথ ব্যবহার, বাস্তব সমস্যা সমাধানের প্রয়াস এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি ছিল চোখে পড়ার মতো। ফলে উচ্চমাধ্যমিক বিভাগে তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস শাখায় স্বর্ণপদক জিতে নেয় তারা।
আয়ানের এই সাফল্য নতুন প্রজন্মের কাছে একটি শক্তিশালী বার্তা দেয়— বয়স কোনো বাধা নয়, যদি থাকুক মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। তার এই আন্তর্জাতিক অর্জন দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকেও বিশ্বমঞ্চে উঠে আসা সম্ভব, যদি সুযোগ ও সঠিক দিকনির্দেশনা মেলে।
প্রযুক্তি ও উদ্ভাবনের এই যাত্রায় আয়ান এবং তার দলের সাফল্য আমাদের নতুন করে আশাবাদী করে তুলছে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে এমন প্রতিভাবান, সচেতন ও উদ্ভাবনী তরুণদের ভূমিকা অপরিসীম। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সরকারি ও বেসরকারি সহায়তা পেলে এ ধরনের প্রতিভা আরও উঁচুতে উঠে যেতে পারবে — নেতৃত্ব দেবে আগামী বাংলাদেশের।
