মোঃ আবুল হোসেন :
শেরপুর হাইওয়ে থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রশিদ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন।
যোগদান উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় থানায় শেরপুর প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শেখ সাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদ আহমদ, অর্থ সম্পাদক রিপন মিয়া, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, লেখক-কবি ইয়াসীন সেলিম সহ সাংবাদিকরা নবাগত কর্মকর্তাকে স্বাগত জানান এবং মহাসড়ক ব্যবস্থাপনা, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিষয়ে নিজেদের পরামর্শ তুলে ধরেন। এসময় হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন- শেরপুর হাইওয়ে থানার আওতায় ঢাকা- সিলেট মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ রুট। এখানে দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজ সবসময় পুলিশের সহযোগী হতে চায়। আমরা বিশ্বাস করি, নতুন ওসির নেতৃত্বে হাইওয়ে আরও নিরাপদ হবে।
সাংবাদিকরা আরও বলেন, হাইওয়ে পুলিশের সেবাকে জনগণের আরও কাছে নিতে হবে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও সহায়তা ব্যবস্থার উন্নয়ন জরুরি। আমরা আশা করি, নতুন ওসি বিষয়গুলোতে অগ্রণী ভূমিকা রাখবেন।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফাহাদ আহমদ জানান, পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ আব্দুর রশিদ সরকার বলেন, আমি পেশাগত জীবনের শুরু থেকেই দায়িত্বকে সেবার জায়গা থেকে দেখি। শেরপুর হাইওয়ে থানায় যোগদানের পর আমার প্রথম লক্ষ্য- এই এলাকার মহাসড়ককে সুশৃঙ্খল, নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখা।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বাস্তব সমস্যা জানতে পারি না। তাই আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমি সবসময় স্বাগত জানাই। একসঙ্গে কাজ করলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, ওসি মোঃ আব্দুর রশিদ সরকার ৫ অক্টোবর ২০২৫ তারিখে শেরপুর হাইওয়ে থানায় যোগদান করেন।
তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে পদোন্নতি পেয়ে ওসি পদে উন্নীত হন।
এর আগে তিনি জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন সদর দফতরে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
