জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের থেকে জব্দ করা ২ হাজার ৩০টি রেগুলেটর ধ্বংস করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ঘাটুরাস্থ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে জব্দ করা রেগুলেটরগুলো ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক প্রকৌ. মো. আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন- উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. মো. জাহাঙ্গীর বাদশা, উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. মো. ছগির আহাম্মেদ, উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. বিমল দেবনাথ, উপ- মহাব্যবস্থাপক ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয় প্রকৌ. শফিকুল হক, ব্যবস্থাপক প্রকৌ. মো.ওয়ালিউল ইসলাম চৌধুরী, উপ- ব্যবস্থাপক মো. সাব্বির ইবনে আখতার, উপ-ব্যবস্থাপক গোলাম মুক্তাদির, উপ-ব্যবস্থাপক প্রকৌ. মো. সাজ্জাদ হোসেন, সহ-ব্যবস্থাপক মুশফিকুর রহমান, সহ- প্রকৌ. নূর মোহাম্মদ, সহ- প্রকৌ. তারেকুল ইসলামসহ বাখরাবাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
