জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মজিবুর খাঁন (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে ও অপর দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব একই গ্রামের প্রয়াত আদম আলী খানের ছেলে।
নিহত মজিবুর খাঁন একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
অতিরিক্ত দায়দা ও জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে উপজেলার ইমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি নিয়ে বিরোধের জেরে রাস্তার ওপর তার পথরোধ করে প্রতিপক্ষরা। এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ২-৩ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের এপিপি মুহা. নাসিম আখতার সুমন জানান, প্রায় আট বছর পর ১৩ জনের সাক্ষীর জেরায় আজ আদালত ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তুষ্ট।
