বিএসপি’র দপ্তর সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে
যুগ্ম মহাসচিব হলেন মো: ইব্রাহিম মিয়া
তারিখ: ২২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র (নিবন্ধন নং-০৪৯) দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম মিয়া-কে সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, নেতৃত্বগুণ ও কার্যদক্ষতার স্বীকৃতি স্বরূপ যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী পার্টির গঠনতন্ত্রের ধারা-২৯ এর উপধারা-০২ অনুযায়ী এ পদোন্নতির নির্দেশ জারি করেন।
একই সঙ্গে সদ্য পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মো: ইব্রাহিম মিয়া-কে ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী জেলাসমূহে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব কাঠামো সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
—
