নিজস্ব প্রতিনিধি॥
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মালিকানাধীন জনপ্রিয় ‘বেঙ্গল গ্রিল রেস্টুরেন্টে’ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় এ কে এম হানিফকে সভাপতি, আল বাতেন সরকারকে সিনিয়র সহসভাপতি এবং লিয়াকত তারিফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া মো. কিশোর সাংগঠনিক সম্পাদক এবং ইব্রাহিম কামাল বুলবুল দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বদরোজা রাজীব, আনোয়ারুল হক, আবুল কাশেম, এনামুল হক মনু ও আমানুল হক সেন্টু।
সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি প্রবাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারে কাজ করবে। প্রবাসীরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে থাকতে পারে-সেই লক্ষ্যেই কমিটির যাত্রা শুরু হয়েছে।
কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসেও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে তারা কাজ করে যাবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জন্মভূমির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই হবে এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
