নিজস্ব প্রতিবেদক॥ নদী ও প্রকৃতি সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে “তরী বাংলাদেশ”-এর সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করতে সরাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্যসচিব মো. শাহগীর মৃধার সঞ্চালনায় এবং আহবায়ক মো. মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক শামীম আহমেদ।
এসময় কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল ও সোহেল রানা ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা, নাজমা বেগম, মো.আব্বাস উদ্দিন, মো. মোখলেছুর রহমান ও মো. শাহীন শাহ।
বক্তারা সরাইল উপজেলার নদী, খাল-বিল, হাওড়-বাঁওড়, পুকুর, জলাশয় ও কৃষিজমি রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা ইটভাটাসহ পরিবেশ দূষণের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং স্কুল-কলেজ-মাদরাসায় জনসচেতনতামূলক কর্মসূচি চালুর প্রস্তাব দেন। ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের কথাও উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন,
তরী বাংলাদেশ নদী ও প্রকৃতি রক্ষায় সারাদেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। মানুষ সচেতন হলে তবেই এ আন্দোলন সফল হবে। সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যক্রমও আরও দৃশ্যমান ও গতিশীল হতে হবে—তাহলেই তেরশ নদীর দেশ বাংলাদেশ আবার ‘নদীমাতৃক’ পরিচয়ে ফিরে আসবে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখলের উদাহরণ রয়েছে, তাই আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের সময় নদী ও পরিবেশদূষণ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশনকে নদী দখলদার ও ভূমিদস্যুদের অযোগ্য ঘোষণা করার দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মো. আলমাস মিয়া, শেখ মামুন, মো. নবী হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, সৈয়দ মোস্তফা ও নাদির হোসেন প্রমুখ।
সভা শেষে তরী বাংলাদেশের সদস্যরা সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা ইউএনও’র পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বদলিজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মো. মোশাররফ হোসাইন বলেন,
সরাইলবাসীর ভালোবাসা ও সহযোগিতা আমি কখনও ভুলব না। তরী বাংলাদেশসহ সরাইলের মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।”
