অনলাইন ডেস্ক
ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপান।
সাধারণত বন্যা, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপর্যয় সামাল দিতে সামরিক বাহিনীকে মাঠে নামতে দেখা যায়। কিন্তু পরিস্থিতি এতটাই বেগতিক যে, বন্য ভালুকের উপদ্রব সামলাতে সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপানি কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানে এখন শরৎকাল। এই সময়ে সাধারণত সেখানকার মানুষ প্রাণবন্ত রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করে থাকেন। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জাপানের সর্বত্রই এখন বন্য ভালুকের আক্রমণে ভয়াবহ সব ঘটনা ঘটছে। সুপারমার্কেট থেকে শুরু করে কৃষকের জমি, বাড়ির সামনে কিংবা হট স্প্রিং রিসোর্ট কোথাও এখন আর নিরাপদ না।
ইতোমধ্যেই এ বছর ভালুকের আক্রমণে রেকর্ড সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ আহত এবং ১২ জন মারা গেছেন। বিশেষ করে উত্তর জাপানের পাহাড়ি অঞ্চল আকিতা প্রিফেকচারে মানুষজন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
চরম এই পরিস্থিতিতে স্থানীয় শিকারি বা পুলিশ আর একা সামাল দিতে পারছে না। তাই বাধ্য হয়ে দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সামরিক বাহিনী কাজ করবে। সূত্র: ফক্স নিউজ
