রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের দিকপাল, ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ মীর মশাররফ হোসেনের ১৭৮ তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণের সমাধীতে জেলা প্রশাসন ও বাংলা একাডেমীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মীর মশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলা একাডেমির সচিব ডা. মো. সেলিম রেজা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক সমীর কুমার সরকার ও ড. সরকার আমিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. তুহিন ওয়াদুদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমীর আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি এহসানুল হক শিপন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
