নোয়াখালী প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে নোয়াখালীতে নেই কোনো উত্তাপ। সারাদেশের মতো নোয়াখালীতেও জনজীবন স্বাভাবিক রয়েছে। জেলার প্রধান সড়কগুলোয় সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা-ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চৌমুহনী চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন চত্বরে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে। দোকানপাট খোলা, বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়ও ছিল যথারীতি।
এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সংগঠনটির ব্যানারে জেলা আদালত প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে। এতে কিশোর গ্যাং সদস্যসহ ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইব্রাহিম।
জেলা শহর মাইজদী ও বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
