ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানালো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। শনিবার (১৫ নভেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া এবং এনডিসি শাহরিয়ার হাসান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সদস্য মনজুরুল আলম, সাবেক সহ-সভাপতি শেখ মো. সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন, সদস্য শাহাদাত হোসেন এবং সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু।
বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর প্রথমেই এলাকার অগ্রাধিকারভিত্তিক চ্যালেঞ্জগুলো তালিকাভুক্ত করি। তখনই স্পষ্ট হয়—এই জেলার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা।” তিনি সড়কপথের দুর্ভোগ কমাতে একাধিক আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সংবর্ধনায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
