নিজস্ব প্রতিবেদক:
১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রেলপথ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভিআইপি বিশ্রামাগারে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৮৬২ সালের ১৫ নভেম্বর এই ভূখন্ডে রেলপথ ও রেল চলাচল শুরু হয়। দীর্ঘ ১৬৩ বছর পেরিয়ে গেছে রেলপথ চালুর পর থেকে। সুদীর্ঘ এই পথচলায় রেলে পেয়েছে আধুনিকতার ছোয়া ও নির্মিত হয়েছে ছোট বড় বহু স্থাপনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সময়ে এসে দেশের রেল নেটওয়ার্ক ও রেলের যতটুকু সামর্থ্য অর্জন করা উচিত ছিলো সেই কাঙ্ক্ষিত উন্নতি সাধন করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। এখনও বহু সীমাবদ্ধতা নিয়ে বলা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে।
সাম্প্রতিক সময়ে ইঞ্জিন সঙ্কট, রেল দুর্ঘটনা সহ নানা নেতিবাচকতায় ভরপুর আমাদের প্রিয় এই রেলওয়ে। রেলের সকল বিপদ মুক্তি এবং বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও রেলের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয় আজকের আয়োজনে।
রেল সংক্রান্ত বিষয় নিয়ে পরিচালিত পেজ ‘দ্যা ট্রেন ‘ এর এডমিন সোহেল রানা ভূইয়ার উদ্যোগে, দায়িত্বরত স্টেশন মাস্টার শাকির জাহান এবং প্রধান বুকিং সহকারী কবির হোসেন এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ, সুশান্ত পাল, হৃদয় কামাল, রোটারিয়ান আশিকুল আলম। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাবের হোসেন, শেখ আরিফবিল্লাহ আজিজি, বায়জিদ,তানজিল,খাইরুল,আহসান প্রমূখ।’উপস্থিত ছিলেন মহানগর এক্সপ্রেস’ পেজ এডমিন নিলয় ভূইয়া ও ইমদাদুল হক। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দায়িত্বরত স্টাফ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন উক্ত আয়োজনে।
