অনলাইন ডেস্ক
দীর্ঘ সময় শুকনো ও রুক্ষ আবহাওয়ার জন্য পরিচিত, দক্ষিণ আমেরিকার চিলির আতাকামা মরুভূমি এবার বিশ্ববাসীর সামনে এক বিরল প্রাকৃতিক দৃশ্যের জন্ম দিয়েছে। প্রচণ্ড শুষ্ক এই অঞ্চলের বালুরাশি ও পাথুরে ভূমি হঠাৎ করেই রঙিন ফুলে ছেয়ে গেছে-যা সাধারণত দশকে একবার ঘটে।
সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে মরুভূমির গভীরে ঘুমিয়ে থাকা নানা প্রজাতির বীজ অঙ্কুরিত হয়ে চারদিকে ফুলের চাদর ছড়িয়ে দিয়েছে। বেগুনি, গোলাপি, হলুদ ও সাদা রঙের বাহারি ফুলে এই নির্জীব ভূমি হয়ে উঠেছে প্রাণবন্ত ও চোখধাঁধানো সৌন্দর্যের উৎস।
এই বিরল ঘটনার নাম দেওয়া হয়েছে “ডেজার্ট ব্লুম” বা “ফুলে ফোটা মরুভূমি”। এটি শুধু দর্শনীয়ই নয়, বরং পরিবেশ ও বাস্তুতন্ত্রের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। হাজারো পর্যটক, গবেষক ও প্রকৃতিপ্রেমী বর্তমানে এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে চিলির উত্তরাঞ্চলের দিকে ছুটে আসছেন। বিশেষজ্ঞদের মতে, এই ফুল ফোটার পেছনে জলবায়ু পরিবর্তন ও এল নিনো আবহাওয়াজনিত প্রভাবও ভূমিকা রাখতে পারে। তবে এতে স্থানীয় জীববৈচিত্র্যও উপকৃত হচ্ছে, কারণ পোকামাকড় ও পাখিদের জন্য এটি সৃষ্টি করেছে একটি অনন্য বাসস্থান।
