স্টার্ফ রিপোর্টার : মো ইউনুস হোসেন রনি ও রায়হান খান,
যাত্রাবাড়ী থানার নবিনগর মেডিবাংলা হাসপাতালের গলিতে ভোর ৬ ঘটিকার সময় অঞ্জাতনামা একটি ছেলের মরাদেহ দেখতে পায়।পরবর্তীতে ৯৯৯ এ যাত্রাবাড়ী থানায় ফোন করিলে পুলিশ এসে লাশটি কে থানায় নিয়ে যায়।গত ১৭/১০/২০২৫ ইং রোজ শুক্রবার রাত আনুমানিক ৩টা থেকে ৪ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হয়েছে।অদ্য সময় ১৮/১০/২০২৫ ইং তারিখ রোজ শনিবার যাত্রাবাড়ী থানার পুলিশ ও গণমাধ্যমকর্মীদের টিম ঘটনাস্থলে যান এবং প্রায় ৫-৬ ঘন্টা উক্ত স্থানটি অবজারভেশন করে মূল ঘটানাটি উদঘাটন করেন।এবং ঘটনাটি বিশ্লেষণ করে
মো:মহসিন (২৩)নামে আসামি কে পুলিশ সনাক্ত করে। এবং পরবর্তীতে খুনিকে ধরতে সক্ষম হয়।সর্বশেষ তথ্য মতে হিমু (কালুর) হত্যার আসামি যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজতে নিয়ে যায়।উক্ত ঘটনাটি যাত্রাবাড়ী থানার চৌকস টিম এস আই জুয়েল রানার নেতৃত্বে আসামিকে ধরতে সক্ষম হয়।
