অনলাইন ডেস্ক
চলতি অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে সরকার। মূল বরাদ্দ থেকে ১৩ দশমিক ০৪ শতাংশ ছাঁটাই করা হয়েছে। ফলে ৩০ হাজার কোটি টাকা কমে বর্তমান বরাদ্দ দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত এডিপিতে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে।
হ্রাসকৃত এই অর্থের মধ্যে সরকারি তহবিল থেকে ১৬ হাজার কোটি টাকা (১১.১১ শতাংশ) এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১৪ হাজার কোটি টাকা (১৬.২৭ শতাংশ) হ্রাস করা হয়েছে।
নতুন সংশোধিত আকার অনুযায়ী, সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা (৬৪ শতাংশ), যা আগে ছিল ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অন্যদিকে, বৈদেশিক উৎস থেকে বরাদ্দ ৮৬ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ৭২ হাজার কোটি টাকা (৩৬ শতাংশ) করা হয়েছে।
