বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল বাকেরগঞ্জে চারজন কোরআনে হাফেজ কে পাগড়ি পরিয়ে সম্মানিত করলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। গতকাল ১১ এপ্রিল শুক্রবার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ মোহাম্মাদিয়া নুরানী ও হাফেজী মাদ্রাসায় বাৎসরিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান ওয়াজ নসিহত করেন বরিশাল লাহার হাট আততায়ীব নুরানী হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন হক জিহাদী। ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করেন রামপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুল ইসলাম বাহাদুর। ও বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মাসুদ আলম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, বক্তব্য রাখেন মাওলানা মোঃ নাঈম হাসান, ইসালে সওয়াব মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আতাউর রহমান খান দুলাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জোমাদ্দার, উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর হাকিম হাওলাদার সহ দুই সহস্রাধিক মুসুল্লি। ওয়াজ মাহফিলে উপস্থিত মুসল্লিদের সামনে দুধলমৌ মোহাম্মাদিয়া নুরানী হাফিজি মাদ্রাসার চারজন পবিত্র কোরআনে হাফেজ কে পাগড়ি পরিয়ে সম্মানিত করেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান ও বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার ও মাহফিলের প্রধান অতিথি মাওলানা আল আমিন হক জিহাদী এবং মাওলানা শফিকুল ইসলাম বাহাদুর সহ অতিথিবৃন্দ। রাত এগারোটায় ওয়াজ নসিহত শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বাৎসরিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল।আখেরি মোনাজাতে গাঁজায়, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
