ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন এক সন্তান। বাড়ি দখল নিতে গিয়ে তিনি ৭৮ বছরের বৃদ্ধ বাবা ধন মিয়াকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পায়ের রগ কেটে দেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতেই বৃদ্ধ ধন মিয়াকে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
আহত ধন মিয়া ওই গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। কান্না জড়িয়ে কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে আছে। আমি কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে।’
ধন মিয়ার অভিযোগ, ‘তাকে বাড়ি দিলেও সে নিজে কিছু না করে আমার বাড়ির অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি নিতে চায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ভেঙে দেয়।’
ধন মিয়ার ছোট স্ত্রীর ছেলেরা ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালের সার্জন ডা. মো. সোলায়মান মিয়া জানান, ‘ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। অস্ত্রের আঘাতে তার একটি হাত ও একটি পায়ের রগও কেটে গেছে। তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মাসুক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
