আখাউড়া সংবাদদাতা॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি’র একাংশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়-যাযাদি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি’র একাংশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা-আখাউড়া আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলিম উদ্দিনের নেতৃত্বে এ শোভাযাত্রা করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে পথসভা করে শেষ হয়। পথসভায় ইঞ্জি. মুসলিম উদ্দিন অচিরেই সুষ্ঠু নির্বাচন দিয়ে এ দেশের মানুষকে তাদের নেতা নির্বাচিত করার সুযোগ করে দেয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।
আনন্দ শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও মুসলিম উদ্দিনের নামে বিভিন্ন স্লোগান দেয়। ব্যান্ড পার্টির তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
