ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এবার নতুন দিগন্তে পা রাখছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আটলান্টা ওপেন টি-টোয়েন্টি-তে তাকে দেখা যাবে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলতে। এই দলে ইতিমধ্যেই খেলার কথা রয়েছে সাকিব আল হাসানেরও, ফলে দুই বাংলাদেশের তারকা একই দলের হয়ে মাঠে নামবেন।
টুর্নামেন্টটি শুরু হবে ৭ অক্টোবর, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন ছয়টি দলের অংশগ্রহণ। মাহমুদউল্লাহকে তারা ‘স্টারপাওয়ার’ হিসেবে পরিচয় দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন।’
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান রিয়াদ। এর আগে ২০২১ সালে টেস্ট ও গত বছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও তিনি অবসরের ঘোষণা দেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪১ ম্যাচে রিয়াদ ২৪৪৪ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অভিজ্ঞতা রয়েছে।
সিপিএল, পিএসএলসহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে মাঠে দেখা গেছে, এবার যুক্তরাষ্ট্রে নতুন চ্যালেঞ্জে নামবেন।
