বিশেষ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে চাঁদনি (৯) ও নিঝুম (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদনি উপজেলার শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে এবং নিঝুম চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, “শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমাদের কিছুই করার ছিল না।” ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। শিশুদের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে মাতম। দায়িত্বশীল অভিভাবকত্ব জরুরি: প্রতিনিয়তই শিশুদের পানিতে ডুবে মৃত্যুর এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সামনে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং গ্রামীণ এলাকায় বাড়ির পাশে খোলা পুকুর, ডোবা, জলাশয় শিশুর জন্য বড় ঝুঁকি তৈরি করে। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরও সচেতন এবং সতর্ক হওয়া জরুরি। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে নিরাপত্তা বেড়া দেওয়ার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
