নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সার্বিক অগ্রগতির বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা পাহাড়ি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কার্যক্রমের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতির জন্য প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে।” তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইউএনও মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
সভায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করেন।
