সরাইল প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র কোরআনের সুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন এর পৃষ্ঠপোষকতায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার (২০সেপ্টেম্বর) উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল কোরআন উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব এবং উপজেলার অন্যান্য আলেম-ওলামার উপস্থিতিতে উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা প্রতিদ্বন্দিতা করেন। পরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
