ডেস্ক : ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। দলের নতুন তারকারা যেমন জ্বলে উঠেছেন, তেমনই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন পুরনোরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে লা লিগার ম্যাচে লেভান্তেকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার চলতি মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে জাবি আলোনসোর দল। এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮।
ম্যাচজুড়ে রিয়ালের দাপুটে পারফরম্যান্স পরিসংখ্যানেও পরিষ্কার। ৬২ শতাংশ সময় বলের দখল রেখে তারা মোট ২৪টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে, লেভান্তে ১১টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। ম্যাচের ২৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সফরকারীরা। ভালভের্দের পাস থেকে বক্সের ভেতরে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দুরূহ কোণ থেকে আচমকা বুটের শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।
এরপর ৩৮তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভিনিসিউসের পাস থেকে বল পেয়ে ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার বক্সের ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন।
বিরতির পর অদ্ভুত এক গোলে ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লেভান্তে। তবে ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবার দুই গোলের লিড পুনরুদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের রেশ কাটতে না কাটতেই পরের দুই মিনিটের মধ্যেই আরও একটি দারুণ গোল করে ব্যবধান বাড়ান তিনি। আর্দা গুলেরের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এই বিশ্বকাপজয়ী তারকা।
এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে, তার গোল সংখ্যা ৭টি। এই নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের সবকটিই জিতল আলোনসোর দল।
