নিজস্ব প্রতিবেদক॥
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ৬ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৪ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। মাঝখানে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত বন্দর খোলা থাকবে। এরপরেই রয়েছে লক্ষ্মী পুজা। লক্ষ্মীপুজা উপলক্ষে ৬ ও ৭ অক্টোবর ২ দিন আবারও আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৮ অক্টোবর সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদেরকে চিঠির মাধ্যমে আমদানী বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন। আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, শারদীয় দুর্গা উৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে বরফায়িত মাছ, প্লাষ্টিক, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী রপ্তানী করা হয়।
