অনলাইন ডেস্ক
চুয়াডাঙার দর্শনায় ট্রেনের ধাক্কায় মো. সব্দুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে চুয়াডাঙার দর্শনা স্টেশনের কাছাকাছি এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত সব্দুল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাদপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ৬টার দিকে স্টেশনের কাছাকাছি রেললাইন সংলগ্ন সড়কে হেঁটে যাচ্ছিলেন সব্দুল। তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা রেলওয়ে পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
