অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের আনুমানিক বয়স ৪০ বছর।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহ পরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম জানান, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট সংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই মরদেহের পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। তার আনুমানিক বয়স ৪০।
টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
