অনলাইন ডেস্ক
রাজধানীর ধানমণ্ডির সুধাসদনের পেছনে লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। রবিবার (৫ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লোকজন লেকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) খলিল জানান, মরদেহটি উদ্ধারের সময় পরিচয় পাওয়া যায়নি। পরে তার বাবা-মা থানায় এসেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
