অনলাইন ডেস্ক
দিতে হয় না সুদ কিংবা সার্ভিস চার্জ, এমনকি লাগছে না কোনো জামানতও, তবুও দেওয়া হচ্ছে ঋণ। এই ঋণ পেয়েই প্রায় দুই দশক ধরে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে ভাগ্য বদলেছে হাজারো সুবিধাবঞ্চিত মানুষের। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চারামপুরে তিনশ বত্রিশ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হলো ৬০ লক্ষ টাকার ঋণ। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগরসহ কুমিল্লার হোমনা উপজেলার ২৯ হাজারের বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনে এসেছে সচ্ছলতা।
বুধবার (১৫ অক্টোবর) জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে বাঞ্চারামপুরের ৩৩২ জন অসহায় নারীর হাতে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ক্ষুদ্র ঋণ তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন ও ময়নাল হোসেন চৌধুরী। ঋণ নিতে আসা এই নারীদের প্রত্যেকের উপর নির্ভর করছে একটি করে পরিবার। নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও আর্থিক অস্বচ্ছলতা বারবার তাদের পথ আটকে দিচ্ছিল। ঠিক সেই সময়টাতে তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় ৬০ লক্ষ টাকার ঋণ সহায়তা।
এখানকার অনেক দরিদ্র নারী উদ্যোক্তাই এর আগে বিভিন্ন মাধ্যমে চড়া সুদে ঋণের ফাঁদে পরে হয়েছেন নিঃস্ব। আর সেখানে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ-সার্ভিস চার্জমুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গেছে তাদের।
২০০৫ সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী।
ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জমুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
