নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম :
পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোজাম্মেল হক, বাকলিয়া থানা এবং পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আফতাব হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ, সিএমপি, চট্টগ্রামদ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/কিশোর মজুমদার সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/আবদুল মোমিন, এসআই(নিঃ)/মোবারক হোসেন, এসআই(নিঃ)/মোঃ ফরহাদ মহিম, এসআই(নিঃ)/মোঃ আব্দুল কাদের, এসআই(নিঃ)/মোঃ শরীফ উল্লাহ, এসআই(নিঃ)/মিজানুর রহমান, এএসআই(নিঃ)/জহিরুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ নূরে আলম, এএসআই(নিঃ)/মোঃ সাইফুল আলম, এএসআই(নিঃ)/মোঃ সফিকুল ইসলামগণ সহ মহানগর গোয়েন্দা শাখা, সিএমপি, চট্টগ্রাম এর সহযোগিতায় ইং ২৯/১০/২০২৫খ্রিঃ তারিখ রাত্রি বেলায় চট্টগ্রাম মহানগর এলাকা সহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামী ১। সবুজ ইসলাম মিরাজ (২৪), পিতা-মৃত মোঃ বাদল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-ছনহরা, কামাল চেয়ারম্যান বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান-০১ শাহ আমানত হাউজিং সোসাইটি, গুলজার টাওয়ার, ৯ম তলা,থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, বর্তমান-০২ সৈয়দশাহ রোড, আব্দুল আজিজ হাউজিং সোসাইটি, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাইদুল ইসলাম (২০), পিতা-মোঃ বাদশা, মাতা-হাজেরা বেগম, সাং-কুড়েরখাল, খানবাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-সৈয়দশাহ রোড, এসএম টাওয়ারের পার্শ্বে, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৩। এমরান হোসেন সাগর (৩০), পিতা-আহম্মদ ছফা, সাং-দক্ষিণ ছাদেক নগর, সমিতিরহাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ৪। জিহান (২২), পিতা-জামাল উদ্দিন,মাতা-টিপু আক্তার, সাং-তানরাইজহাটা, খানখানাবাদ, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মর্জিনা বেগম, সাং-ধাওয়া চাঙ্গুইর, ওয়ার্ড নং-৪, থানা-সদর, জেলা-বগুড়া, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ আরাফাত (২২), পিতা-রফিক উদ্দিন, মাতা-আম্বিয়া বেগম, সাং-মরফলা বাজার, রুস্তমপাড়া, নলুয়া ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-কল্পলোক আবাসিক, খালপাড়, নানার বিল্ডিং, নিচতলা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, তদন্তে প্রাপ্ত আসামী ৭। মোঃ ওসমান (২৮) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, মাতা- রহিমা বেগম, সাং- পাঁছগাছি, থানা- সদর, জেলা- ফেনী, বর্তমান- বিশ্ব মসজিদ আক্তার সওদাগর কলোনী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ৮। দিদারুল আলম রাসেল, পিতা-মৃত নুরুল আমীন, মাতা- দিলোয়ারা বেগম, সাং- খরনখাইন, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমান- শীতলঝর্না আবাসিক, শেষ মাথা বিল্ডিং, থানা-বায়েজিদ বোস্তামী থানা, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
উল্লেখ্য যে, ইং-২৮/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় ব্যানার টাঙ্গানো সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া দুই গ্রুপের মধ্যে একপক্ষ হইতে অপর পক্ষের উপর গুলি বর্ষণ করিলে স্থানীয় মোঃ সাজ্জাদ সহ ১। পারভেজ (২০), ২। সাজ্জাদ (৩০), ৩। মোঃ শরীফ (২৯), ৪। রিফাত (২৫), ৫। ইউসুফ (৩০), ৬। জিসান (২২), ৭। জুয়েল (২৫), ৮। একরাম (২৩), ৯। ইব্রাহিম (২৩), ১০। শুক্কুর (২৫), ১১। ওবাইদুল (৩০), ১২। সাব্বির (২২), ১৩। ফারুক (২৮), ১৪। ফয়সাল (২০) গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ মৃত্যু বরণ করে।
ভিকটিম মোঃ সাজ্জাদ এর পিতা মোঃ আলম(৫৭) বাদী হয়ে ১। মোহাম্মদ বোরহান উদ্দিন (২৯), ২। মোঃ নজরুল ইসলাম সোহেল (৪২), ৩। মিল্টন (৪৪), ৪। বাদশা প্রঃ ছোট বাদশা (৩০), ৫। ইউসুফ প্রঃ হিরন (২৫), ৬। সবুজ ইসলাম মিরাজ (২৪), ৭। মোঃ সাইদুল ইসলাম (২০), ৮। এমরান হোসেন সাগর (৩০), ৯। মোহাম্মদ দিদার (৪৫), ১০। রিয়াজ করিম (৩৩), ১১। জিহান (২২), ১২। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭), ১৩। মোঃ আরাফাত (২২), ১৪। বোরহান প্রঃ ছোট বোরহান (২৫), ১৫। মোজাহের মেম্বার (৫০), ১৬। এহতেশামুল হক ভোলা (৫০), ১৭। মোঃ নাঈম উদ্দিন (২৪)সহ অজ্ঞাতনামা ৩৫/৪০জনদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩০,তারিখ-২৯/১০/২০২৫খ্রি. ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪পেনাল কোড রুজু হয় জানিয়েছেন বাকলিয়া থানা কতৃপক্ষ।।
