নিজস্ব প্রতিনিধি॥ বীর মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত শিল্পপতি ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত ট্রাস্টি মাহমুদুল হক ২৯ অক্টোবর ২০২৫ (বুধবার) বিকেল ৫টা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মাহমুদুল হক তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার শিল্প, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া পরিবারের পক্ষে মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় ভাইস চ্যান্সেলর ভিসি-প্রফেসর ডক্টর সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
