অনলাইন ডেস্ক
দেশে আসছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা, এর মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য অবৈধভাবে আমদানি ও ক্লোন আইএমইআইযুক্ত ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন ব্যবস্থায় কেবল অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা ফোনই দেশের মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই নম্বরযুক্ত ফোন নেটওয়ার্কে আর কাজ করবে না।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। এনইআইআর চালুর মাধ্যমে এই ঝুঁকি অনেকটা কমে আসবে।
তিনি আরও জানান, অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়। তাই এই ব্যবস্থা চালুর মাধ্যমে একদিকে যেমন রাজস্ব সুরক্ষা সম্ভব হবে, অন্যদিকে ডিজিটাল প্রতারণা ও অপরাধও কমবে।
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন কেনার আগে ক্রেতাদের অবশ্যই ফোনের আইএমইআই নম্বর যাচাই করে বৈধতা নিশ্চিত করতে হবে। বৈধ ফোন ক্রয়ের পর তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।
